Logo
Logo

সারাদেশ

বিচারপতির কাছে অর্ধকোটি টাকা চাঁদা চাইলেন যুবদল নেতা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২২:০৮

বিচারপতির কাছে অর্ধকোটি টাকা চাঁদা চাইলেন যুবদল নেতা

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা নিতে আসায় যুবদল নেতা আকতার হোসেনকে (৪০) আটক করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিচারপতির গ্রামের বাড়ি ফুলছড়ি উল্লাবাজারে গাবগাছি হাউজে গিয়ে ওই ছাত্রনেতা চাঁদা নিতে আসলে তাকে আটক করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আকতার হোসেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে ফুলছড়ি উপজেলার ছাত্রদলের সভাপতি ছিলেন। আকতার উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরপারুল গ্রামের মো. মোগরোব আলীর ছেলে।

পুলিশ জানায়, যুবদল নেতা মোহাম্মাদ আকতার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এরপর বুধবার দুপুরে তিনি বিচারপতির গ্রামের বাড়ি ফুলছড়ি উল্লাবাজারের গাবগাছি হাউজে গিয়ে চাঁদার টাকা আনতে গেলে বিচারপতি তাকে কৌশলে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা যুবদল নেতা থানা হেফাজতে রয়েছেন। 

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর