ফেনীতে যৌথবাহিনীর অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
-6776567204fc2.jpg)
ফেনীর ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যৌথ বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার মধুগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ।
মূলত মধুগ্রাম এলাকায় মাদক কারবারি মাসুদ রানা প্রকাশ পিস্তল রানাকে আটকের জন্য অভিযানটি পরিচালনা করা হয়। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাস্তায় অস্ত্র ফেলে পালিয়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় রাইফেল, ১টি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।
এটিআর/