ছবি : বাংলাদেশের খবর
‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’— এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয় ।
পরে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার কাজী মাহমুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান,উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সভাপতি, সম্পাদকগণসহ বিভিন্ন সেবাগ্রহীতা।
আলোচনা সভা শেষে গরিব-অসহায় রোগীদের মাঝে ওষুধ বিতরণ এবং ঋণ গ্রহীতাদের মাঝে চেক বিতরণ করা হয়।
এটিআর/