Logo
Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:১৮

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় আটক

ছবি : সংগৃহীত

সিলেট অঞ্চলের সীমান্তে ফের ভারতীয় ২ খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার শ্যামারগাঁও সীমান্ত এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) এবং একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস  (৬৫)।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, অবৈধভাবে শ্যামারগাঁও সীমান্ত এলাকার ১২৩৯ নং পিলারের আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করা অবস্থায় দুজনকে আটক করা হয়েছে।

পরে তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার (১ জানুয়ারি) আরও ২ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টার (৩২) ও শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে লোকাস (৫৫)।

পরে ওই দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর