জামাইয়ের বাসায় গিয়ে হামলার শিকার শ্বশুর
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
দিনাজপুরের খানসামায় জামাইয়ের বাসায় গিয়ে হামলার শিকার হয়েছেন শ্বশুর। বুধবার (১ জানুয়ারি) উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ইউসুফ শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সেই জামাই এলাকার লিয়াকত আলীর পুত্র আল আমিন ইসলাম (২৬)।
এ ঘটনায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিযুক্তের শ্যালক আল আমিন ইসলাম।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীঘদিন ধরেই বাদী আল আমিন ইসলামের বোন সুমি আক্তারকে (২৩) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল তার স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যরা। এ ঘটনা জানতে পেরে সুমির শ্বশুরবাড়িতে যান তার বাবা-মা ও ভাই৷ এসবের প্রতিবাদ করলে দু’পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে বাদী ও তার বাবা-মায়ের ওপর অতর্কিত হামলা চালায় তার ভগ্নিপতি ও পরিবারের লোকজন। বর্তমানে তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিচার দাবি করে আহত শাহাজ উদ্দিন বলেন, ‘বিনা কারণে আমার উপর এই অতর্কিত হামলার সঠিক বিচার দাবি করছি। আমি থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি৷’
ঘটনার বিষয়ে অভিযুক্ত আল-আমিন তিনি বলেন, ‘তাদেরকে মারধর করা হয়নি। বরং তারাই আমার বাসায় এসে নগদ টাকা ও সোনা-গয়না নিয়ে গেছে। আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ জন্য আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি। দু’পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এমজে