Logo

সারাদেশ

আ.লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে : জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

আ.লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে : জামায়াত

আওয়ামী লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখার দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হতে দেয়নি। উল্টো দলবাজ, দুর্নীতিবাজ ও অদক্ষ লোক দিয়ে শাসন কার্য পরিচালনা করে দেশকে চরম দুর্নীতি ও দুঃশাসনে নিপতিত করেছিল।’ 

বাংলাদেশ নিজস্ব পরিচয় হারিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের কলোনিতে পরিণত হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আইনের শাসন ও মানবাধিকার ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে দেশকে এক ব্যক্তির ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করেছিল।’

তিনি বলেন, ‘তরুণ সাহসী ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় ফিরে পেতে সক্ষম হয়েছে।’

বৈষম্য দূর করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বৈষম্য দূর করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর জন্য প্রয়োজন জনগণের সমর্থন ও সহযোগিতা।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর