Logo

সারাদেশ

বরগুনায় প্রতারণা মামলায় গ্রেপ্তার ২

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২১:১৩

বরগুনায় প্রতারণা মামলায় গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার আমতলীতে প্রতারণা মামলার অভিযুক্ত ফারুক হাওলাদার এবং তার সহযোগী রফিকুল ইসলামকে (কথিত নও মুসলিম) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আমতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে ৬৫ গ্রাম স্বর্ণালংকার এবং ১২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের কাদের হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার। তিনি নিজেকে ‘দরবেশ’ হিসেবে পরিচিত করে বিভিন্ন এলাকায় প্রতারণা চালিয়ে আসছিলেন। ফারুক তার সহযোগী রফিকুল ইসলামকে (আসল নাম বিপুল হাওলাদার) "নও মুসলিম" সাজিয়ে প্রতারণায় ব্যবহার করতেন।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর আমতলী পৌর শহরের মিঠুন ঘোষের বোন শিউলী রানীকে সন্তান লাভের প্রলোভন দেখিয়ে ফারুক ও রফিকুল ২৪ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। এই ঘটনার প্রেক্ষিতে মিঠুন ঘোষ আমতলী থানায় একটি মামলা করেন।

পরে আমতলী থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। উজিরপুর পুলিশের সহযোগিতায় ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

আমতলী থানার এসআই আজিজুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফারুক দরবেশের বেশ ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘অভিযানে ৬৫ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।’

উল্লেখ্য, ফারুক হাওলাদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি প্রতারণা মামলা রয়েছে। তারা নানাভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এস এম সুমন রশিদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর