Logo

সারাদেশ

হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ

Icon

এম হেলাল উদ্দিন নিরব

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪

হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ

ছবি : বাংলাদেশের খবর

কুয়াশার দাপটে কাঁপছে চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ উপজেলা। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সূর্যের আলো দেখা মেলেনি অঞ্চলগুলোতে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দুই উপজেলা। এর সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস, যা শীতকে আরও তীব্র করেছে।  

কুয়াশা উপেক্ষা করে কাজ
সকাল ১০টা হলেও সূর্যের দেখা নেই, তবে কৃষকরা তাদের কৃষি কাজে বেরিয়ে পড়েছেন। কৃষক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘কুয়াশা ও শীতের মধ্যে কাজ করতে হচ্ছে। সূর্যের আলো না থাকলেও জমির চাষাবাদ করতে বেরিয়েছি।’ 

রিকশা ও সিএনজি চালকদের কঠিন পরিস্থিতি
রিকশাাচালক জসিম উদ্দিন জানান, ‘গত ৪/৫ দিন ধরেই কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে বের হতে কষ্ট হচ্ছে। শীত উপেক্ষা করেও পেটের দায়ে রিকশা চালাতে হচ্ছে, তবে কুয়াশার কারণে রাস্তা-ঘাট কম দেখা যাচ্ছে।  

সিএনজিচালক আব্দুল গফুর বলেন, ‘কুয়াশার কারণে সড়কে চলতে সমস্যা হচ্ছে। সঠিকভাবে পথ দেখা যাচ্ছে না। ইনকামও কম হচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়বে এবং একাধিক দফায় শৈত্যপ্রবাহ আসতে পারে। এটি সাধারণ মানুষের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।  

এ অবস্থায় শীতের তীব্রতা মোকাবিলা করতে স্থানীয় প্রশাসন ও সেবা সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর