শাজাহানপুরে নিহতদের পরিবারের সাথে শামীম সাঈদীর সাক্ষাৎ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তিনজন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ও ডোমন পুকুর গ্রামে তাদের পরিবারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. গোলাম রব্বানী, জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক কাওছার আলী, অধ্যাপক গাজীউর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমির আব্দুল মতিন, সেক্রেটারি আব্দুর রহমান, শাজাহানপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহসাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২০১৩ সালের ৩ মার্চে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বগুড়ার শাজাহানপুরে সংঘটিত বিক্ষোভের সময় পুলিশের গুলিতে তিনজন নারী নিহত হন। এ সময় বহু মানুষ আহত হন।
বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিম মন্ডল পাড়া গ্রামের মো. মেহেরাব আলীর স্ত্রী মোছা. আজেনা বেগম, ডোমন পুকুর জায়দারপাড়া গ্রামের মো. হযরত আলী তোতার স্ত্রী মোছা. মনজিল বেগম ও একই এলাকার মৃত মনছের আলী জায়দারের স্ত্রী মোছা. আকলিমা বেগম। সেসময়ে প্রায় পাঁচ শতাধিক নিরীহ মানুষ আহত হয়েছিলেন। এ ঘটনাটি বগুড়ার ইতিহাসে এক দুঃখজনক অধ্যায় হয়ে রয়েছে। যেখানে পুলিশের সহিংসতার শিকার হয়ে নিরীহ নাগরিকরা প্রাণ হারান এবং বহু লোক আহত হন।
গোলাম আজম/এমবি