Logo

সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে সমাবেশ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:০৩

উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে সমাবেশ

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ সাত দফা দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উখিয়ার পালংখালী স্টেশনে ‘অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালী’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের মানুষ মানবতা দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এ সংকট স্থানীয়দের ওপর নানা সমস্যা চাপিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারকে দ্রুত উদ্যোগ নিয়ে আগামী এক বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা ও প্রাপ্য অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় সাত দফা দাবি উত্থাপন করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন। দাবিগুলো হলো:

রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত নিশ্চিত করা; সীমান্তে নিরাপত্তা জোরদার করে অনুপ্রবেশ বন্ধ করা; সম্প্রতি অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের তালিকাভুক্ত না করে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদের পুশব্যাক করা; স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা; ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের ন্যূনতম ৫০% অংশগ্রহণ নিশ্চিত করা; রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ বিচরণ ও বাসাভাড়া নেওয়া বন্ধ করা; ক্যাম্পের চাকরির নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা; জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারা স্থানীয় জনগণের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাব তুলে ধরেন এবং সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আজাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদে, সিনিয়র আইনজীবী ও এডিশনাল পিপি এড. রেজাউল করিম রেজা, আইনজীবী ব্যারিস্টার সাফাত ফারদিন রামিম চৌধুরী, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমান, অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আবেদীন জয়, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান প্রমুখ।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর