ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫০

ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে এক অজ্ঞাতনামা এক মুসলিম পুরুষের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের শরিয়তুল্লাহ মেম্বারের বাড়ি সংলগ্ন নদী থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। অর্ধ গলিত অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ অজ্ঞাত ব্যক্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তির মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
এমরান পাটোয়ারী/এমবি