Logo
Logo

সারাদেশ

বিদেশি সিগারেটসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

বিদেশি সিগারেটসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে দেড় লাখ টাকার তিন কার্টন অবৈধ বিদেশি সিগারেটসহ আওয়ামী লীগ নেতা আবুল কালাম শেখকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল কালাম পেনাখালী এলাকার মৃত মোতালেব শেখের ছেলে ও মালিখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর