Logo
Logo

সারাদেশ

ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত : ড. মঈন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:২০

ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত : ড. মঈন

ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ন্যায় ও সততা ব্যতিরেকে পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না। যারা অন্যায়-অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন, তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। অপরাধীদের এভাবেই পালাতে হয়।’

ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। যারা স্বৈরশাসক, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে।’

ছাত্রদের প্রশংসা করে তিনি বলেন, ‘একমাত্র ছাত্ররাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারেন। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, তখন ওই রাজনীতিবিদ চিন্তা করে আমার পরিবার রয়েছে, আমার গৃহ সম্পত্তি রয়েছে, আমার সমাজে অবস্থান রয়েছে, আমি কি গুলি খেয়ে মরে যাব।’

ড. মঈন খান বলেন, ‘পক্ষান্তরে এক ছাত্র দেশ ও নীতির জন্য গুলির মুখে বুক চিতিয়ে দেয়। কারণ তার ক্ষমতার প্রতি আকর্ষণ নেই। সম্পদের প্রতি আকর্ষণ নেই।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর