Logo
Logo

সারাদেশ

রূপসায় 'ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরামর্শ' শীর্ষক সভা

Icon

খুলনা প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৫

রূপসায় 'ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরামর্শ' শীর্ষক সভা

খুলনার রূপসায় ‘ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরামর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির উদ্যোগে বেলা সাড়ে ১১টায় রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়। 

সভায় দৈনিক খুলনার বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক নবাব। 

বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতের আমির মাওলানা লাবিবুল ইসলাম, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হলেও তার দোসররা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে রয়েছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। যাতে তারা ষড়যন্ত্র করতে না পারে।’ 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর