কুমিল্লায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাপে নৌকার লোগো
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:০৩
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাপে নৌকার লোগো দেখা গেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।
গত বুধবার (১ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া সদরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ক্যাপে এমন দৃশ্য দেখা যায়।
ক্যাপটিতে দেখা যায়, উপরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি। এক পাশে দুইজন ছাত্রদল নেতা আরেক পাশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্যবিদায়ী সদস্যসচিব জসিম উদ্দিন জসিমের ছবি। দুই ছবির মাঝখানে বড় করে রাউন্ডে লেখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাউন্ডের ভিতরে নৌকার লোগো দিয়ে নিচে লেখা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাপে নৌকার লোগো এটা কোনোভাবেই মানা যায় না। বিএনপির দায়িত্বশীল লোকেরা তাদের দল ভারী করার জন্য নৌকার লোক ও মাদক ব্যবসায়ীদের সুযোগ দিচ্ছে।’
তারা আরও বলেন, ‘বিএনপিতে এসে নিজের দলের লোগো ব্যবহার করছে, নিজেদের স্লোগান দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করছে। যে নেতারা আওয়ামী লীগের ১৬ বছরের জুলুম নির্যাতনের কথা ভুলে তাদেরকে দলে সুযোগ করে দিচ্ছে, সেইসব নেতার বিরুদ্ধে দলের হাইকমান্ড যেন ব্যবস্থা গ্রহণ করে।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দ বলেন, ‘নৌকার স্টিকার আমরা দিইনি। যেখান থেকে এ টুপিগুলো ক্রয় করেছি, হয়তো তারা ছাত্রলীগের পুরাতন ক্যাপে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর লোগোটি বসিয়ে দিয়েছে।’
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এটা নাকি প্রিন্টিংয়ের লোকেরা ভুল করেছে। তবুও বিষয়টি নিয়ে আমরা মিটিংয়ে বসব।’
সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে