Logo

সারাদেশ

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিরাজগঞ্জ

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটকের পর সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে আনা হয়েছে আব্দুল লতিফকে।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেঢটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর