Logo

সারাদেশ

কাঁকড়ার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:২২

কাঁকড়ার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কাঁকড়ার ধাক্কায় মো. রাজ হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৫ জানুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কে শ্মশান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাজ হোসেন পেশায় একজন চুল ব্যবসায়ী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল হাকিম মিয়ার ছেলে। রাজ ব্যবসায়ের ক্ষেত্রে বামনডাঙ্গা ইউনিয়নে বাসা ভাড়া নিয়ে চুলের ব্যবসা করত।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাঁকড়া ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। 

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর