Logo
Logo

সারাদেশ

তিস্তার চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত বহু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২০:০৪

তিস্তার চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত বহু

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চর দখল নিয়ে সবুর গ্রুপ ও ইসমাইল গ্রুপের সংঘর্ষে দরবেশ আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে।

নিহত দরবেশ আলী উপজেলার থেতরাই ইউনিয়নের মৃত সিপার আকন্দের ছেলে। সবুর গ্রুপের সমর্থক ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরায় তিস্তা নদীর প্রায় ১০০ একর চর নিয়ে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের  সাবেক সদস্য সবুর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার বিকেলের দিকে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক মেম্বার সবুর আলীর খালাতো ভাই দরবেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। 

দলদলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সহিবর রহমান মিয়া জানান, চরটি প্রায় ১০০ একর বিস্তীর্ণ। এটি মূলত সরকারি জমি। এটিও আমাদের দলদলিয়া ইউনিয়নের মধ্যে পড়লেও আমাদের এলাকার লোক ওই চরে যায় না। ওই চর ছাওয়া গ্রামের লোকজনরাই দখল করে নেয়। দখল নিয়ে এই সংঘর্ষ হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর