-677b49118f169.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহন উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে কিছুটা সমস্যার মুখোমুখি হলেও চাষিরা তা কাটিয়ে উঠে আশানুরূপ ফলন পেয়েছেন। বর্তমানে বাজারেও উৎপাদিত ধানের ভালো দাম পাওয়ায় খুশি তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় মোট ২৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এই মৌসুমে প্রতি হেক্টর থেকে গড়ে সাড়ে ৩ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ৮২ হাজার ৭৫ টন ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বাজারে প্রতি মণ ধান ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে, লালমোহন উপজেলায় প্রায় ২১৫ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকার ধান উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে উপজেলার সব ধান কর্তন সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি অফিস।
ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি এলাকার আমন ধান চাষি মো. ফিরোজ জানান, তিনি এ বছর ৪৮০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছেন। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে ধানের চারা রোপণ করতে হয়েছিল বেশ কয়েকবার, তবে শেষ পর্যন্ত জমিতে ভালো ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো, তাই তিনি সন্তুষ্ট।
আরেক চাষি মো. সবুজ জানান, তিনি ৩২০ শতাংশ জমিতে আমন আবাদ করেছেন। শুরুতে অতিবৃষ্টি ও পানির সমস্যায় ভুগলেও শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় তার ক্ষেতের ধান ভালো হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ জানান, অতিবৃষ্টির কারণে কৃষকদের কিছু সমস্যা হলেও কৃষি অফিসের পরামর্শ এবং তাদের পরিশ্রমের ফলে এবারে ভালো ফলন পেয়েছেন তারা। বর্তমানে বাজারে ধানের ভালো দাম পাওয়া যাচ্ছে, যার ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে লালমোহনে আমন আবাদ আরও বৃদ্ধি পাবে।
এটিআর/