
ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের কর্মকর্তা এ এস এম আসাদুল ইসলাম জিকো (৪০)। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আসাদুল ইসলাম জিকো মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ হোসেনের ছেলে। তিনি মেহেরপুর ডিসি অফিসের স্থানীয় সরকার শাখার গোপনীয় শাখার সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মুজিবনগর থেকে মোটরসাইকেলে করে সহকর্মীর সঙ্গে মেহেরপুরে ফিরছিলেন আসাদুল। পথে কেদারগঞ্জ মোড়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই মুজিবনগর থানা পুলিশ পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে।
গাঁড়াডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আখেরুজ্জামান জানান, আসাদুল ইসলাম জিকো তার বাবা-মা মারা যাওয়ার পর গাঁড়াডোব গ্রামে তার শ্বশুর নজরুল ইসলামের বাড়িতেই থাকতেন।
এদিকে, আসাদুল ইসলাম জিকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত শেহনাজ।
জামান আকতার/এটিআর/