Logo

সারাদেশ

ভিক্ষুকদের শীতবস্ত্র দিলেন ইউএনও মৌসুমী হক

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

ভিক্ষুকদের শীতবস্ত্র দিলেন ইউএনও মৌসুমী হক

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর কিশোরগঞ্জে শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র নিবারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও মৌসুমী হক।

জানা গেছে, গত কদিন শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সময় শীতার্তদের শীত নিবারণের জন্য সরকারি বরাদ্দকৃত কম্বল নিয়ে ঘুরে ঘুরে শীতার্ত মানুষদের শীতবস্ত্র দেয় উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ। উপজেলায় এক হাজার ৪০০ জন পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে এ শীতবস্ত্র দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উপজেলায় এখন পর্যন্ত দুই হাজার ৮০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। শীতার্তদের এসব কম্বল বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক জানান, শীতার্তদের পাশে সরকার সব সময় আছে ও থাববে। আমরা উপজেলা প্রশাসন এ সকল শীতবস্ত্র শীতার্তদের দিচ্ছি ও শীতার্তদের পাশে থাকবো।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর