উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৩৯
কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে চৌমুহনী এলাকায় ইসলামি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
তপন মল্লিক কক্সবাজার সদর-রামু আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমলের ‘ডান হাত’ হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, তপন মল্লিক একাধিক বিষয়ে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তপন মল্লিকের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে চালান করা হবে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, তপন মল্লিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত হুইপ কমলের সাথে একাধিক ‘অপকর্ম’ করেছেন। তারা আরও জানান, তপন মল্লিকের বিরুদ্ধে কক্সবাজার সদর ও ইদগাহ উপজেলা পরিষদের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাজ তদারকির মাধ্যমে হুইপ কমলের কমিশনের টাকা আদায় করার অভিযোগ রয়েছে।
তপন মল্লিকের বিরুদ্ধে আরো অভিযোগ, এমপি ও হুইপ কমলের ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। ভারতেও জমি কিনে বাড়ি করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তপন মল্লিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি