Logo

সারাদেশ

সোনাগাজীতে আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০৯

সোনাগাজীতে আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সোনাগাজীতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ ইসমাইল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শেখ ইসমাইল হোসেন সোনাপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত জালাল আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হোসেনকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। 

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর