Logo

সারাদেশ

মুলার কেজি ৩ ফুলকপি ৫, মাঠে কৃষকের বোবা কান্না

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮

মুলার কেজি ৩ ফুলকপি ৫, মাঠে কৃষকের বোবা কান্না

সবজির জন্য বিখ্যাত উপজেলা চন্দনাইশ। হঠাৎ বাজারে সবজির দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাঙ্গু চরের কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, মুলা চাষ করে বাজারে দাম কম পাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছে এখানকার কৃষকরা।

বুধবার (৮ জানুয়ারি) দোহাজারী সাঙ্গু নদীর চরে কৃষকদের কৃষি কাজ করতে দেখা গেলেও হতাশায় দিশেহারা একাধিক কৃষক। বাজারমূল্যের অবস্থা দেখে হতাশায় নিরবে কাঁধছেন তারা।

এদিকে, বাজারে মুলার কেজি ৩ টাকা ও ফুলকপি ৫ টাকায় দর দেখে জমিতে নষ্ট হচ্ছে সবজি। ধনিয়া পাতার একটু দাম থাকলেও মজুরি টাকা দিতে পারছেন না অনেক কৃষক। 

উপজেলাটিতে প্রতিবছরের মতো এ বছরেও ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়েছে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু বর্তমানে সবজির দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। পরিবহন ও শ্রমিক মজুরি টাকাও উঠছে না সবজি বিক্রি করে।

ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। চাষিরা বলছেন, বাজারে দাম নেই, পাইকারি ব্যবসায়ীরাও আসছেন না। জমিতে নষ্ট হচ্ছে মুলা, বাঁধাকপি ও ফুলকপি।

কৃষক আব্দুল গফুর জানান, সবজির তুলনায় ক্রেতা কম। এতে অধিকাংশ কাঁচামাল নষ্ট হয়ে লোকসানে রয়েছেন বিক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা করতে হচ্ছে। বাজারে সবজির দামও কমেছে। ক্রেতার সংখ্যাও কমেছে। এতে মাঠেই নষ্ট হচ্ছে সবজি। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ী ও চাষিদের।

হেলাল উদ্দিন নিরব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর