Logo

সারাদেশ

সাবেক ইউপি সদস্যের বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১২

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

সাবেক ইউপি সদস্যের বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১২

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সাবেক ইউপি সদস্য ওহাবের বাড়িতে।

বুধবার (০৮ জানুয়ারি) কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছিটরাজিব গ্রামের নমির উদ্দিনের ছেলে আরিফুজ্জামান আশরাফুল (৪০), মাহবুব (২৮), তফেল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৫০) ও বাবুল হোসেন (৫০), মফিল উদ্দিনের ছেলে মনসুর আলী (৫২), নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেন (৪৫), ছকিম উদ্দিনের ছেলে আসাদুল (৩৫), জসিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৫), মফেল উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬০), বাজেডুমরিয়া গ্রামের এক্কাবর আলীর ছেলে মাসুদ রানা (৪১), আবু বক্কর সিদ্দিকীর ছেলে সোনা উদ্দিন (৪৮) ও বজলার রহমানের ছেলে সোহাগ (৪০)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ওহাবের বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জুয়ার আসর বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আবু হাসান শেখ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর