চুয়াডাঙ্গায় চাঁদাবাজির দায়ে বিএনপি নেতা বহিষ্কার
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৯
চুয়াডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় পদ-পদবি ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সাথে অসদাচরণ ও দলের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার নুরুজ্জামান নামের ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। গত ৫ আগস্টের পর থেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ চক্র তার নির্মাণাধীন বাড়ি গিয়ে কাজ বন্ধের হুমকি দিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তারা ৬ গাড়ি ইট, ২ টন রড ও ৩০ সেফটি কাঠ জোরপূর্বক নিয়ে যায়।
গত সোমবার (৬ জানুয়ারি) আবারও জোর করে ২ হাজার পিস ইট নিয়ে যায় ওই চাঁদাবাজ চক্রটি। পরে ভয় পেয়ে নুরুজ্জামান বাড়ি করার বাকি ৬০ হাজার ইট অন্য জায়গায় বিক্রি করে দেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ওই ইট ট্রাকযোগে সরানোর সময় সোহেল রানাসহ কয়েকজন বাঁধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান নুরুজ্জামান।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে মঙ্গলবার রাতে নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ফেরদৌস ওয়াহিদ/ওএফ