দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রীসহ ১২৬ জনের নামে মামলা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ১২৬ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী ও ভিকটিম মোবাশ্বের রহমানের মা মাহবুবা আক্তার।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং লাঠিসোটা নিয়ে মারপিট করে। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের রহমানসহ আন্দোলনে অংশগ্রহনকারী কিছুসংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
বাদীর পুত্রকে ওইদিন আসামিরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে বাধা দেন। ফলে বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের বাড়িতে থেকে চিকিৎসা নেন। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভিকটিম মোবাশ্বের সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। ওই ঘটনার পর তার পুত্র মোবাশ্বের অসুস্থ থাকায় বাদী মাহবুবা আক্তার কোনো মামলা দায়ের করতে পারেননি। দীর্ঘসময় চিকিৎসার পর ভিকটিম মোবাশ্বের বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।
ওই ঘটনায় ভিকটিম মোবাশ্বেরের মা মাহবুবা আক্তার বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
রহমত আল আকাশ/এমজে