Logo
Logo

সারাদেশ

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:০১

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভার শ্রীরামপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

তাসফিয়া শ্রীরামপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু তাসফিয়া বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পরে বালতির মধ্যে পান। এ সময় শিশুটিকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান।

এম বুরহান উদ্দীন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর