Logo

সারাদেশ

‘প্রতিটি ঘরে জামায়াত-শিবিরের কর্মী তৈরি হয়েছে’

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

‘প্রতিটি ঘরে জামায়াত-শিবিরের কর্মী তৈরি হয়েছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন বলেছেন, ‘লগি-বৈঠার তাণ্ডব কিংবা শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ফ্যাসিস্ট শক্তি ভেবেছিল জামায়াতকে নিশ্চিহ্ন করা গেছে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। আজ প্রতিটি ঘরে জামায়াত-শিবিরের কর্মী তৈরি হয়েছে।’

বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এভাবেই আল্লাহর জমিনে ইনসাফভিত্তিক একটি সমাজ গঠন করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জনগণের মাঝে দ্বীনের প্রচার করে আমরা জাতিকে সঠিক পথ দেখাতে চাই।’

ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মমিনুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা জেলা শাখার আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘এদেশে জামায়াতের শিকড় অনেক গভীরে। কোনো অপশক্তি আমাদের শেষ করতে পারবে না।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর