ইজতেমা মাঠে হামলা : দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
-6780f9c40e65e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলা ও হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা আলীপুর গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মসজিদ প্রাঙ্গণের সমাবেশে বক্তব্য শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয় ৷ বিক্ষোভ মিছিলের পর মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ করা হয় ৷
এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহ আকরাম আলী, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, খেলাফত মসজিদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহসভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, মাওলানা ইয়াকুব আলী, হেলিপোর্ট জামে মসজিদের ইমাম মুফতি জোবায়ের হোসেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আবুল হোসাইন, মুফতি মনসুর আহমাদ, মুফতি মনসুর আহমদ, মুফতি কামরুজ্জামান, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল হোসাইন।
আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিস কলেজের অধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম মিয়া, মুফতি কামরুজ্জামান শামসুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ, হজরত মাওলানা মনসুর আহমেদ, বিভিন্ন উপজেলা থেকে আগত মাওলানা মেজবাহ, মাওলানা লিয়াকত আলী, মুফতি মনিরুল ইসলাম, হজরত মাওলানা আমজাদ হোসেন প্রমুখ।
অপূর্ব অসীম/এমবি