Logo

সারাদেশ

পূর্বধলায় প্রবাসীর ৫ গরু চুরি

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৭:০৮

পূর্বধলায় প্রবাসীর ৫ গরু চুরি

নেত্রকোনার পূর্বধলায় মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে তিনটি ষাড় গরু ও দুটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামে প্রবাসী শরিফ আহমেদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

প্রবাসীর ছোট ভাই শিমুল আহমেদ জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালে থাকা ৭টি গরু বেঁধে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের শিকল কাটা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখতে পান ২টি গরু বাঁধা থাকলেও বাকি ৫টি গরু চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। এ বিষয়ে শিমুল আহমেদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলায় গরুচুরির ঘটনা বেড়ে গেছে। এর আগেও বিভিন্ন ইউনিয়নে এমন একাধিক ঘটনা ঘটেছে। এমন দূর্ধর্ষ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা চুরি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল ইসলাম খান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর