বান্দরবানে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯
-67823081bab06.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।
জানা গেছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল, এমন খবরে বিজিবি ৫৭ ব্যাটালিয়নের একটি দল বুচিতং সীমান্তে অভিযান চালায়। ভোর ৪টার দিকে একটি ট্রাক, প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলের মাধ্যমে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় ৫৮ জন রোহিঙ্গাসহ পাচারে জড়িত পাঁচজন দালালকে আটক করা হয়।
আটক দালালদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর (পুশব্যাক) প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনো মামলা দায়ের হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাত ও সরকারের দমননীতির কারণে রোহিঙ্গারা নিরাপত্তার জন্য বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। স্থানীয় দালালদের সহায়তায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনাগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিজিবি ও প্রশাসন প্রতিনিয়ত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সংকট সমাধানের প্রচেষ্টা চালানো হচ্ছে।
সোহেল কান্তি নাথ/এমজে