কক্সবাজারে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:০২
-67826bd4209ce.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দেব কুমার ধর (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
চিরিংঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাস্তা পারাপারের সময় হানিফ গাড়ির ধাক্কায় ওই পথচারী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশের একটি টিম আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই