Logo

সারাদেশ

মুক্তাগাছায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:২৬

মুক্তাগাছায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা

ময়মনসিংহের মুক্তাগাছায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ঘৌড়দৌড় দেখতে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে নানা বয়সী লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে মুক্তাগাছা পৌরসভার নন্দীবাড়ী গিয়াস মেম্বার বাড়ির পাশের মাঠে ৯নং ওয়ার্ডের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহীদ। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাজহারুল আজাদ বুলবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর