Logo

সারাদেশ

আমতলীর ২৯টি পোস্ট-ই-সেন্টারের কার্যক্রম বন্ধ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

আমতলীর ২৯টি পোস্ট-ই-সেন্টারের কার্যক্রম বন্ধ

বরগুনার আমতলী উপজেলা ডাক বিভাগের ২৯টি পোস্ট-ই-সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এসব সেন্টারের লাখ লাখ টাকার কম্পিউটার ও ইলেকট্রনিক্স সরঞ্জামাদি ব্যবহার না হওয়ায় প্রায় অকেজো অবস্থায় পড়ে আছে। 

স্থানীয়দের অভিযোগ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় পোস্ট-ই-সেন্টারের ই-সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আমতলী উপজেলার ৭ ইউনিয়নে ২৯টি পোস্ট অফিস ও পোস্ট-ই-সেন্টার রয়েছে। একটি পোস্ট অফিসের সঙ্গে একজন পোস্টমাস্টার, পিয়ন, রানার ও দুইজন উদ্যোক্তা দায়িত্ব পালন করেন। ডাক বিভাগ কর্তৃপক্ষ এই সেন্টারগুলোর কার্যক্রম চালু রাখতে যুবকদের প্রশিক্ষণের জন্য ৩টি ল্যাপটপ, লেজার প্রিন্টার, রঙিন প্রিন্টার, স্ক্যানারসহ কয়েক লাখ টাকার কম্পিউটার সামগ্রী সরবরাহ করে। তবে অভিযোগ উঠেছে, সেন্টারগুলোর উদ্যোক্তারা যুবকদের প্রশিক্ষণ দিচ্ছেন না। যার ফলে এই সরঞ্জামাদি অকেজো হয়ে পড়েছে এবং সেন্টারগুলো প্রায়ই বন্ধ থাকে।

স্থানীয়রা জানায়, অনেক পোস্ট-ই-সেন্টারে শুধুমাত্র একটি নামসর্বস্ব সাইনবোর্ড টানানো রয়েছে। ডাক বিভাগের প্রদত্ত সরঞ্জামাদি বাক্সবন্দী অবস্থায় রাখা হয়েছে। কিছু সেন্টারের উদ্যোক্তারা সরঞ্জামাদি তাদের বাড়িতে নিয়ে রেখেছেন। সাধারণ মানুষকে সেবা প্রদান করছেন না।

হাটচুনাখালী পোস্ট-ই-সেন্টারের উদ্যোক্তা শাহ জাহান মিয়া জানান, পোস্ট অফিসের ভবন না থাকার কারণে তিনি বাড়িতে বসে কাজ করছেন।

আমতলী উপজেলা পোস্টমাস্টার মো. আতিকুর রহমান বলেন, ‘২৯টি সেন্টারের বেশিরভাগ মালামাল নষ্ট হয়ে গেছে। ফলে কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।’

পটুয়াখালী পোস্ট অফিস পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, ‘যেসব শাখা পোস্ট অফিসে ই-সেন্টারের কার্যক্রম বন্ধ রয়েছে, তা সচল করার জন্য উদ্যোগ নেওয়া হবে।’

আমতলী উপজেলার পোস্ট-ই-সেন্টারগুলোতে ডিজিটাল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এসব সেন্টার সচল করে ডিজিটাল সেবার কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর