Logo

সারাদেশ

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিশু মরিয়মের

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৩৩

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিশু মরিয়মের

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোংলায় স্কুল থেকে মায়ের সাথে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছেন। 

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

শিশু মরিয়ম মোংলা উপজেলার দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে তার মৃত্যুর খবরে রেল ক্রসিংয়ের গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে ঘণ্টা দেড়েক যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন। স্থানীয়দের দাবি, রেলক্রসিংয়ে গেটম্যান সঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং গেটের পিলার ফেলে দিয়ে এ দুর্ঘটনা ঘটত না।

প্রত্যক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেললাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে দিগরাজ এলাকায় রেলক্রসিং দিয়ে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও বলেন, ট্রেন আসলেও গেটম্যান রেল ক্রসিংয়ের পিলার নামাননি। যার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেললাইন চালুর পরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

শেখ আবু তালেব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর