Logo

সারাদেশ

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে আটক ৭

Icon

বাংলাদেশে প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে আটক ৭

চাঁদপুরে মেঘনা নদিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজারসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। 

রোববার (১২ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।  

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর থানাধীন বাহেরচর বাজার ও নাসিরাকান্দি সংলগ্ন মেঘনা ও নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় দুটি ড্রেজারসহ সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজারের আনুমানিক বাজার মূল্য টাকা ১ কোটি ৬০ লাখ টাকা। 

তিনি আরও জানান, জব্দকৃত ড্রেজার এবং আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এনএমএম/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মেঘনা আটক ড্রেজার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর