জামালপুরে সাংবাদিক হাফিজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে স্মারকলিপি

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২১:১০
-6783db4ad2ca9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ১ টায় প্রেসক্লাবের সকল সদস্য ও জামালপুরে কর্মরত সাংবাদিকরা এ স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী প্রমুখ।
বক্তারা বলেন, হাফিজ রায়হান সাদাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামসুন্নাহার সুমাইয়া।
এমবি