Logo

সারাদেশ

বান্দরবানে অনুপ্রবেশকারী ৫৩ রোহিঙ্গাকে পুশব্যাক, জেলহাজতে ৫

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২১:৩২

বান্দরবানে অনুপ্রবেশকারী ৫৩ রোহিঙ্গাকে পুশব্যাক, জেলহাজতে ৫

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। একইসাথে অনুপ্রবেশের অপরাধে ৫ মানব পাচারকারীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) ভোরে মিয়ানমারের ওই নাগরিকদের পুশব্যাক করা হয়। এছাড়া এদিন দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের আদালতে তোলা হলে আদালত ৫ মানব পাচারকারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে প্রাণ বাঁচাতে শনিবার ভোররাতে ৫৮ জন মিয়ানমার নাগরিক আলীকদমের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

আটক মানব পাচারকারীরা হলেন- আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)। তারা সবাই আলীকদমের বাসিন্দা। 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটক ৫৩ জন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে। এছাড়া ৫ জন মানব পাচারকারীকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তিনি আরো জানান, ওই ৫ মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের জেলহাজতে পাঠান আদালত। 

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর