Logo

সারাদেশ

লালমোহনে জাটকা ইলিশ বিক্রির দায়ে ২ বিক্রেতাকে অর্থদণ্ড

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:০০

লালমোহনে জাটকা ইলিশ বিক্রির দায়ে ২ বিক্রেতাকে অর্থদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি করার দায়ে দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) সকালে লালমোহন ও গজারিয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. আল-ইসলাম ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. আমির হোসেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ১৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও অভিযান চালানো হচ্ছে। অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন ও লালমোহন থানার এসআই হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস মেজবাহ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর