-678520a799d9b.jpg)
বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতে বাদশা মিয়াকে প্রেরণ করা হয়। তিনি উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, বাদশা মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আসার গোপন খবর পেয়ে তাকে নালুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজীপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি, হামলা–ভাঙচুর ও লুটপাটসহ মোট ১৪ মামলা রয়েছে।
এদিকে, বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারীর বিভিন্ন এলাকায় স্বস্তি নেমে এসেছে। নির্যাতিত স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শেখ আবু তালেব/এমবি