রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটে মিলল মা-মেয়ের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে এক মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তাদের মেয়ে সুবাইদা বেগম (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।"
এদিকে, ১৪ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্যাম্প কমান্ডার) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে