২ কোটি টাকার স্লুইস গেট কাজে আসছে না কৃষকের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয় কৃষকদের সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ২০১৫-১৬ অর্থ বছরে ২ কোটি ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্লুইস গেট। বর্তমানে তা অকেজো অবস্থায় পড়ে আছে। খরা মৌসুমে কৃষিজমিতে পানি সরবরাহের জন্য নির্মিত এই স্লুইস গেটটি কোনো কাজে আসছে না কৃষকের। বরং এটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
বড়বাড়ি ইউনিয়নের জাউনিয়া গ্রামে নির্মিত স্লুইস গেটটি পাঁচ বছর ধরে অচল অবস্থায় রয়েছে। গেট থেকে চুরি হয়ে গেছে বেশিরভাগ লোহার অংশ। ফসলি জমির মাঝে থাকা এই স্থাপনাটি মাদকসেবীদের নিয়মিত আড্ডাস্থল হয়ে উঠেছে। ফলে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়াও সরকারি সম্পদ নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষক খাদেমুল ইসলাম বলেন, ‘কৃষকদের জন্য এই স্লুইস গেট নির্মাণ করা হলেও এটি এখন অকেজো। সংস্কার করা হলে আমাদের অনেক উপকার হবে।’
স্থানীয় কলেজ শিক্ষার্থীরা জানান, গেটটির চারপাশে বখাটে ছেলেদের আড্ডা জমে। মাদকসেবীরা সেখানকার বাকি মালামাল চুরি করছে।
পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘গেটটি শুরুতে কৃষকদের উপকারে এলেও এখন কোনো কাজে আসছে না। আমরা এলজিইডিকে বারবার বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
বালীয়াডাঙ্গী উপজেলার প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ‘স্লুইস গেটটি কৃষকদের সেচ সুবিধা দিতে পারছে না। গত বছর এর সংস্কারের জন্য স্টিমেট পাঠানো হয়েছিল। এ বছরও প্রাক্বলন পাঠানো হয়েছে।’
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস বলেন, ‘গেটটি পুনঃসংস্কারের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করব।’
আবু সালেহ/এমজে