Logo

সারাদেশ

রেললাইনে অজ্ঞাত নারীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

রেললাইনে অজ্ঞাত নারীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেললাইন থেকে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা।

পুলিশ জানায়, ভোরে রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হয়েছেন। তবে মরদেহের অবস্থান ও আশপাশে পাওয়া আলামত দেখে পুলিশ সন্দেহ করছে, তাকে হত্যা করে রেললাইনে ফেলা হয়েছে কি না।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে একটি জমিতে রক্ত, পায়জামা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। যা থেকে পুলিশ ধারণা করছে, হত্যার পর মরদেহটি রেললাইনে রাখা হয়েছে যেন এটি ট্রেন দুর্ঘটনা মনে হয়।

এ ঘটনায় পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) মাধ্যমে পাঠানো হয়। পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই’র সদস্যরা এই রহস্য উদঘাটনে কাজ করছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এ ছাড়া, ঘটনাস্থলে ছড়িয়ে পড়া শরীরের বিভিন্ন অংশের বিষয়ে স্থানীয়দের কাছে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোমবার রাতে কিছু লোক ওই নারীকেও ওই এলাকায় দেখেছিল। তবে তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।’

এসকে দোয়েল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর