Logo

সারাদেশ

৫ মাস পেরিয়ে গেলেও নির্বাচনী সংস্কার এগোয়নি : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫২

৫ মাস পেরিয়ে গেলেও নির্বাচনী সংস্কার এগোয়নি : প্রিন্স

ছবি : বাংলাদেশের খবর

৫ মাস পেরিয়ে গেলেও নির্বাচনী সংস্কার এগোয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘নির্বাচনী কার্যক্রম জনপ্রত্যাশা অনুযায়ী এগোয়নি, যা জনগণের জন্য উদ্বেগজনক।’

বুধবার (১৫ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের বর্তমান কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ও রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্য দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।’

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘যেকোনো অযুহাতে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করা দুরভিসন্ধিমূলক এবং এর পেছনে রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্য রয়েছে।’ 

তিনি সতর্ক করে বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নষ্ট হতে পারে এবং দেশ আরও জটিল সংকটে পড়তে পারে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে অতি দ্রুত নির্বাচন প্রয়োজন। দেশে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বেড়েছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকি তৈরি হয়েছে।’ 

এমরান সালেহ প্রিন্স বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচনের দাবির সমালোচনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বিএনপি মহাসচিব যথার্থই জুলাইয়ে নির্বাচনের দাবি তুলেছেন। নির্বাচন চাওয়া মানে শুধুই ক্ষমতার স্বপ্ন দেখা নয়, এটি একটি গণতান্ত্রিক পদক্ষেপ। এর ফলে রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণে কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনের প্রলম্বন চাইছেন, তারা দেশকে জনপ্রতিনিধিহীন রাখতে চান এবং নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চান। বিএনপি অতি দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চায়।’

প্রিন্স বলেন, ‘বিএনপি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়। রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর