Logo

সারাদেশ

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ায় অভ্যন্তরীণ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকার সাবেক মমতাজ মেম্বারের বাড়ির পশ্চিমের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা এলাকার গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খামারপাড়া এলাকার মৃত আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, মমতাজ মেম্বারের বাড়ির একশত গজ পশ্চিমে অভ্যান্তরীণ ফাঁকা রাস্তার উপরে গণডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্রসহ ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর