ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৮ কেজি গাঁজাসহ রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১১)। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আটক রাজু ইসলাম কুলিল্লার সদর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম রেজার ছেলে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় জেএম আই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ পুলিশ পরিদর্শক বিপ্লব ভৌমিক সঙ্গীও ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল ডিউটি কালীন আনারপুরা এলাকায় একটি টয়োটা কেবিন পিকআপ (ঢাকা মেট্রো থ ১১-৯৮৭৬) থামিয়ে তল্লালি চালায় র্যাব-১১। এ সময় ওই পিকআপ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক এবং গাঁজা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হাসান/এমবি