Logo

সারাদেশ

বেড়া দিয়ে ৩৭ পরিবারকে অবরুদ্ধ করলেন প্রভাবশালী ব্যক্তি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:০৫

বেড়া দিয়ে ৩৭ পরিবারকে অবরুদ্ধ করলেন প্রভাবশালী ব্যক্তি

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৩৭টি পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। তারা মানবেতর জীবনযাপন করছেন। পরিবারগুলোর দাবি, তাদের বসতভিটা জবরদখল করা হয়েছে। তারা দীর্ঘ ৩৭ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছিলেন। কিন্তু সম্প্রতি প্রভাবশালী মহলের দখলে চলে যাওয়ায় তাদের অবস্থা সংকটে পড়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সহির খান নামে এক ব্যক্তি ১৯৮৭ সালে প্রতিবেশী মতিযান নেছার থেকে ২২ শতক জমি ক্রয় করেন। দলিল মূলে বিএস রেকর্ড তার নামে অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে ওই জমির একটি অংশ দখল হয়ে গেছে। সহির খানের মৃত্যুর পর তার ছেলে আরিফ খান ভোলা বসতভিটায় বসবাস করে আসছিলেন।

তবে সম্প্রতি প্রভাবশালী ব্যক্তি স্বাধীন ইসলাম ওই জমি অবৈধভাবে দখল করেন। ২২ অক্টোবর ২০২৩ তারিখে আদালত ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করলেও ২৫ অক্টোবর স্বাধীন ইসলাম ৯ শতক জমি দখল করে বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেন। এর ফলে, ওই পরিবারসহ ৩৭টি পরিবার এখন বাড়ি থেকে বের হতে পারছে না। তারা মানবেতর জীবনযাপন করছেন।

বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। পরিবারগুলো ঘর থেকে বের হতে পারছেন না। ছবি : বাংলাদেশের খবর।

স্বাধীন ইসলামের দাবি, তিনি পৈতৃক সূত্রে ওই জমির ৯ শতক অংশের মালিক। তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে, আরিফ খান ভোলা দাবি করেছেন, ‘আমরা জমির প্রকৃত মালিক, কারণ দলিল ও রেকর্ড মূলে জমি আমাদের নামে রয়েছে। তাদের দাবি যদি সত্যি হতো, তাহলে কেন তারা জমির রেকর্ডের সময় চুপ ছিল?’

এদিকে, আরিফ খান ভোলা আইনের আশ্রয় নিয়ে সুবিচারের দাবি জানিয়েছেন এবং অভিযোগ করেছেন স্থানীয় কিছু মহল তার কাছে টাকা দাবি করছিল। দাবিটি না মানায় তার জমি দখলসহ ভয়ভীতি দেখানো হয়।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর