আ.লীগের কার্যালয়ে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:২৭
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরের একটি কক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, এদিন দুপুরের দিকে ভৈরব বাজার হলুদপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রোহানী বলেন, আমরা খবর পেয়ে পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসের ভেতরের একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মরদেহের পরনে শুধুমাত্র জিন্স প্যান্ট ছিল। ওই যুবকের সঙ্গে একটি মোবাইল ফোন, ইনহেলার ও বোতল সদৃশ বস্তু পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি তার পরিচয় সনাক্তকরণে। না হলে আমরা সিআইডির সহযোগিতা নিয়ে তার পরিচয় সনাক্তের ব্যবস্থা করব।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি