Logo

সারাদেশ

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখল বিএসএফ, যা বলছে বিজিবি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৩১

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখল বিএসএফ, যা বলছে বিজিবি

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মদের বোতল ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার কাছে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৪১ নং পিলারের এলাকায় বিএসএফ কর্তৃক খালি মদের বোতল ঝুলানো হয়। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনায় বিএসএফ বাহিনী ভারী অস্ত্র নিয়ে দেড় কিলোমিটার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। সন্ধ্যার পর থেকে বিএসএফ সার্বক্ষণিক মনিটরিং করতে উচ্চমান লাইট ব্যবহার করছে। যা সীমান্তবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রংপুর ৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) ওমর খসরু বলেন, ‘আমরা কঠোর অবস্থানে আছি। আমাদের জনবল বৃদ্ধি করা হয়েছে। কাঁচের বোতল সম্পর্কে আমরা খতিয়ে দেখছি।’

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে বিএসএফ সদস্যরা কৃষকদের সঙ্গে অসভ্য ভাষায় গালিগালাজও করেছেন। সীমান্ত এলাকায় বিজিবি ক্যাম্প থাকলেও এটি সাত কিলোমিটার দূরে অবস্থিত। ফলে বিজিবি সদস্যদের আসতে সময় লেগে যায়। অপরদিকে, বিএসএফ বাহিনী ২৪ ঘণ্টা ভারী অস্ত্রসহ টহল দিচ্ছে এবং কৃষকদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। 

সীমান্তে বিজিবির উপস্থিতি না থাকায় স্থানীয়রা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের দাবি, অস্থায়ীভাবে বিজিবির ক্যাম্প স্থাপন করা হলে কিছুটা হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে।

রাহেবুল ইসলাম টিটুল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর